মানুষ গড়ার কারিগর শিক্ষকদের সম্মান শ্রদ্ধা জানালো সোনামুখী বি জে হাইস্কুলের ছাত্র ছাত্রীরা।

আবদুল হাই, বাঁকুড়াঃ ৫ ই সেপ্টেম্বর ক্যালেন্ডারের পাতায় লাল দাগ না থাকলেও আমাদের সকলের মনে দাগ কেটে গেছে ছোট থেকেই।আজ পুণ্য পবিত্র শিক্ষক দিবস। প্রখ্যাত শিক্ষাবিদ, দার্শনিক, প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন। উনার গুণমুগ্ধ ছাত্র ও বন্ধুরা, তার জন্মদিন পালন করতে চাইলে তিনি সেই দিনটা শিক্ষক দিবস রূপে উদযাপন করতে বলেন। মানুষ গড়ার কারিগর, সমাজের দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ সদস্য শিক্ষকদের সম্মান শ্রদ্ধা জানানোর দিনে বাজিমাত করলো শতাব্দী প্রাচীন, ঐতিহ্যমন্ডিত সোনামুখী বিন্দুবাসিনী জুবিলী উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই দিন শিক্ষক দিবস মহাসমারোহে উদযাপন করা হয়। ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জালনের মাধ্যমে অনুষ্ঠানটি শুভ সূচনা হয়। শরৎ ঋতু আর শারদীয়ার অনুষঙ্গে মায়ের আগমনী গান, গীতিনাট্য পরিবেশন, একসাথে দশ দশটি গিটারের সুরো মুর্ছনায় বিশ্ব বিখ্যাত প্রতিবাদ ও প্রেরণাসংগীত “we shall overcome”গানটি অনন্য মাত্রা যোগ করে। আরো অনেক মনমুগ্ধকর সংগীত, নৃত্য, আবৃত্তি পরিবেশিত হয়। বাদ যায়নি মঞ্চে ছাত্রদের প্রদর্শিত যোগাসন, যোগ ব্যায়াম, ড্রিল প্রভৃতি মজাদার বিষয়টিও। আরেকটি বিষয় সকলকে মুগ্ধ করেছে এক শিক্ষকের গানে আরেক শিক্ষকের তবলা পরিবেশন। ছিল ছাত্রদের দ্বারা পরিবেশিত একটি মজাদার নাটক … “যমালয়ে কম্পিউটার” ।অনুষ্ঠানে উপচে পড়া ভিড় ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবক ও অভিভাবিকা সহ পথ চলতি মানুষদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনামুখী পৌরসভার পৌর পিতা সন্তোষ মুখার্জী, প্রধান শিক্ষক মনোরঞ্জন চোংরে থেকে শুরু করে অন্যান্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *