নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- হাতির হানায় মৃত্যু হল এক বৃদ্ধের।বীরপাড়া থানার ৩ নম্বর সরুগাঁও বস্তিতে বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ হাতির হানায় মৃত্যু হল পুলিকর ওরাওঁ নামের এক বৃদ্ধের। ৬৬ বছর বয়সের ওই বৃদ্ধ। এদিন ঘুম থেকে উঠে ঘর থেকে বেরোতেই একটি দলছুট দাঁতাল হাতি তাঁকে আক্রমন করে বলে অভিযোগ।ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।ঘটনার পর পুলিশ ও বনকর্মীরা ঘটনাস্থলে গেলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।পরে অবশ্য দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।সেখান থেকে দেহটি ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়।
হাতির হানায় মৃত্যু হল এক বৃদ্ধের।

Leave a Reply