নিজস্ব সংবাদদাতা, মালদা:- দুদিন কেটে গেলেও এখনো উদ্ধার হলো না শিশু কন্যার। বাধছে রহস্যের দানা।
জানা যায়, মানিকচক থানার চৌকিমির্জাদপুর গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর গ্রামে রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ বৃষ্টির জল মগ্ন রাস্তায় খেলা করছিল সেই সময় পাশে থাকা ড্রেনে গিয়াস উদ্দিন মমিনের ছয় বছরের শিশু কন্যা সিদ্দিকা খাতুন পড়ে যায়। এই ঘটনা এক বৃদ্ধা দেখতে পায় শেখ পরিবারকে খবর দিলে শুরু হয় খোঁজাখুঁজি। বউ খোঁজাখুঁজির পর পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ এসে জিসিবি মেশিন লাগিয়ে বহু চেষ্টা করেও খোঁজ মেলেনি। অবশেষে সোমবার পুলিশের তরফ থেকে স্নিপার ডগ দিয়ে তল্লাশি চালানো হয় তবুও উদ্ধার করতে পারিনি শিশু কন্যাটিকে। দুদিন কেটে গেল তা না হয় রহস্যের দানা বাঁধছে ঘটনায়। শিশু কন্যার বাবা সে জানিয়েছে ড্রেনে পড়ে গেলে হয়তো এতক্ষণ পাওয়া যেত কিন্তু কেউ বা কারা তার মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে। এমনই অভিযোগ মেয়ের বাবা সহ পুরো গ্রামবাসীদের। ঘটনাই ঘটনাস্থলে সন্ধ্যায় ডিএসপি হেডকোয়াটার প্রশান্ত দেবনাথ এবং মানিকচক থানার আইসি পার্থসারথি হালদার এসে পরিবারের লোকদের সঙ্গে কথা বলেন।
দুদিন কেটে গেলেও এখনো উদ্ধার হলো না শিশু কন্যার, বাধছে রহস্যের দানা।












Leave a Reply