নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- অনাথ আশ্রমের শিশুদের দুর্গাঠাকুর দেখানো হলো রানাঘাট চারের পল্লীর উদ্যোগে। পায়রাডাঙ্গা উকিলনাড়ার একটি অনাথ আশ্রমের শিশুদের আজ রানাঘাটে বেশ কিছু দুর্গাপুজো মণ্ডপ ঘুরে দেখানো হয়। টোটায় করে শিশুদের সঙ্গে এই যাত্রায় সামিল হয় রানাঘাট চারের পল্লীর কর্মকর্তারা। বেশ কিছু ঠাকুর দেখার পর শিশুদের নিয়ে ফিরে আসা হয় চারের পল্লী দুর্গা মন্ডপে। সেখানেই দুপুরের আহারের ব্যবস্থা করা হয়েছিল অনাথ আশ্রমের শিশুদের জন্য।
অনাথ আশ্রমের শিশুদের দুর্গাঠাকুর দেখানো হলো রানাঘাট চারের পল্লীর উদ্যোগে।












Leave a Reply