নদীয়া , নিজস্ব সংবাদদাতা:- আগামীকাল রানাঘাটে হতে চলেছে দুর্গা পুজো কার্নিভাল। আগামীকাল বিকেল পাঁচটায় রানাঘাট কলেজ ময়দান থেকে শুরু হবে কার্নিভালের শোভাযাত্রা। তাই জন্য বৃহস্পতিবার সারাদিন ধরে চললো জোর কদমে প্রস্তুতি। বাঁশের ম্যারাপ বাঁধা থেকে শুরু করে লাইট লাগানো সবকিছুতেই ছিল চরম ব্যস্ততা। বৃহস্পতিবার রানাঘাট মহকুমা শাসকের দপ্তরে জরুরি সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ,মহকুমা শাসক ,মহকুমা পুলিশ অফিসার ,পৌরপতি ,রানাঘাট থানার আইসি সহ কাউন্সিলর ও পূজো কমিটির কর্তা ব্যক্তিরা ।
রানাঘাট কলেজ ময়দান থেকে শুরু হবে কার্নিভালের শোভাযাত্রা, মহকুমা শাসকের দপ্তরে জরুরি সভা অনুষ্ঠিত হয়।












Leave a Reply