জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জল সিঙারা বিক্রি হচ্ছে দূশোটাকা কেজি।যা সাধারণবাজারের তুলনায় পাঁচ গুণ। রাত পোহালেই কোজাগরী লক্ষ্মী পূজা। লক্ষীর আশায় লক্ষ্মী ঠাকুর নিয়ে বাজারের পথে মৃৎশিল্পীরা।জলপাইগুড়ি শহর সংলগ্ন রাহুত বাগান এলাকার পালপাড়ায় দেখা গেল লক্ষ্মী প্রতিমা নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হলেন লক্ষীর আশায়।এবারে ব্যবসা ভালই হবে আশা এই ব্যবসায়ীদের।
আগামীকাল কোজাগরি লক্ষীপুজো।সেই পুজোকে সামনে রেখে বিভিন্ন ফল থেকে মূর্তি সব জায়গায় সাধারণ মানুষের ভিড় দেখা গেছে। যদিও এইবার বাজারগুলোতে তেমন ভাবে ভিড়ের দৃশ্য দেখতে পাওয়া যায় নি । মূর্তি থেকে ফল সহ অন্যান্য জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া বলে ক্রেতা রা মনে করছেন।ফলেরদাম তুলনামূলক ভাবে কইছুটা বেশী রয়েছে আজ।অন্য দীকে মূতির দামও হাতের নাগালের বাইরে।কিছু কিছু ফলের দাম ও অনেক টাই বেশি দেখা গেছে।
Leave a Reply