রাতভর ভূত দেখতে ভিড় জলপাইগুড়ি বিভিন্ন প্রান্তে।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- কালী পূজা উপলক্ষে এবার জলপাইগুড়িতে ভুতের ছড়াছড়ি। জলপাইগুড়ি শহর শহর সংলগ্ন এলাকায় বিভিন্ন পূজা মণ্ডপে থিম কারো ভৌতিক মহল কারো আবার ভয় মহল।আর এই মহলে রাতভর দর্শনার্থীদের লক্ষ করা গেল জীবন্ত ভূত দেখার জন্য দীর্ঘ লাইন। জলপাইগুড়ি জেলা সহ উত্তরবঙ্গের পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে আট থেকে আশি সকলেই ভূত দেখতে লাইনে দাঁড়িয়ে। তবে ভূত দেখে বেরিয়ে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। জলপাইগুড়ি শহরের নবীন সংঘ মহামায়া পাড়া এবং শহর সংলগ্ন যুবশক্তি স্পোটিং ক্লাব ইঞ্জিনিয়ারিং কলেজ মোড় তারা এবছর ক্লাব সদস্যদের দ্বারা প্রথম এই কালী পূজা উপলক্ষে এই ভৌতিক মোহল তৈরি করে ভালো সাড়া পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *