কোমোডের ভেতর সাপ।

0
147

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- কোমোডের ভেতর সাপ।সাত সকালে বাপের বাপ অবস্থা বাড়ির মালিকের।অবশেষে পরিবেশ কর্মীদের চেষ্টায় সাপ মুক্তি।জলপাইগুড়ি র নয়াবস্তি পাড়া এলাকার ঘটনা। এদিন সকালে প্রাত্যহিক কাজ করতে গিয়ে বাড়ির মালিক অমিতাভ অধিকারী লক্ষ্য করেন কোমোডের ভেতর গুটি পাকিয়ে রয়েছে কালো, মোটা চেহারার একটি সাপ।যা দেখে চোখ কপালে ওঠার যোগার।প্রাত্যহিক কাজ কর্ম বন্ধ মাথায় ওঠার জোগাড়। দ্রুত পরিবেশ কর্মীদের খবর দেন অমিতাভ বাবু।পরিবেশ কর্মীরা গিয়ে সাপটিকে কোমোড থেকে বের করেন।পরে জানা যায় সাপটি নির্বিষ।
এর আগে মালবাজের কোমোডের ভেতর লুকিয়ে থাকা গোখরো সাপের ছোবলে মৃত্যু হয়ে ছিলো এক ব্যক্তির। ঘরের ভেতর কোমোড হলেও সব সময় তা সুরক্ষিত নয়।জলপাইগুড়ি র মতো পরিবেশে যে কোনও সময় ঢুকে থাকতে পারে সাপ অথবা বিষাক্ত পোকামাকড়। ঘটতে পারে দুর্ঘটনা। যা এড়াতে শৌচাগারে সাবধানতা অবলম্বনের পরামর্শ পরিবেশ কর্মীদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here