প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : কারখানার বিষাক্ত জলে ২০ বিঘা পুকুরে মাছ মৃত মাথায় হাত মাছ চাষীর। ঘটনাটি ঘটে নিউ কোরোলা দু’নম্বর পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণপাড়ার এলাকায়। রাজকুমার মান্না বেশ কয়েক বছর ধরে এই পুকুরের মাছ ফেলছেন এবং মাছের ওজন সবথেকে বেশি পাঁচ কিলো দু কিলো তিন কিলো পর্যন্ত আছে। কয়েক লক্ষ টাকার মাছ পার্শ্ববর্তী কারখানার বিষাক্ত জলে মরে ভেসে উঠেছে । মাথায় হাত মাছ চাষীর। তিনি কি করবেন ভেবে উঠতে পারছেন না। প্রশাসনের কাছে থাকার একটাই দাবি তার মাছ মরে যাওয়ার জন্য ক্ষতিপূরণ দিক কারখানা মালিক এবং আগামী দিনে যেনো এই কারখানা থেকে কোন বিষাক্ত জল না এই পুকুরে পড়ে তার জন্য ব্যবস্থা করলে খুবই উপকৃত হবেন তিনি।
কারখানার বিষাক্ত জলে ২০ বিঘা পুকুরে মাছ মৃত মাথায় হাত মাছ চাষীর।

Leave a Reply