পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ফের পূর্ব মেদিনীপুর জেলার দিঘা মোহনায় উঠলো বিরল প্রজাতির চিরুনি ফাল। যার ওজন প্রায় ৫০০-৫৫০ কিলো । এটা সাধারণত্ব গভীর সমুদ্রে পাওয়া যায়। এই বিরল প্রজাতির চিরুনি ফালের পাখনা দিয়ে জীবনদায়ী ঔষধ তৈরি হয় বলে মৎসজীবিদের । এদিন ওড়িশার পারাদ্বীবের একটি ট্রলারে উঠেছিল। এইদিন দীঘা মোহনার জিকেডি আড়তে উঠেছে। যার বাজার মূল্য কয়েক হাজার টাকা বলে জানা যাচ্ছে। তবে এই বৃহতাকার মাছটিকে দেখতে যথেষ্ট ভিড় জমিয়েছে পর্যটকরা।
ফের দীঘায় উঠলো বিরল প্রজাতির চিরুনি ফাল,ভিড় পর্যটকদের।

Leave a Reply