নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ রাসায়নিক সারের কালোবাজারি নিয়ে সোনামুখী পৌরশহরে বাঁকুড়া বর্ধমান রাজ্য সড়ক অবরোধ করে প্রতিবাদের শামিল হলেন সারা ভারত কৃষক সভা সোনামুখী থানা কমিটির সদস্যরা । এদিন সিনেমা তলা এলাকায় রাজ্য সড়ক অবরোধ করেন তারা । অবরোধের জেরে তৈরি হয় যানজট পরিস্থিতি । সাধারণ পথ চলতি সাধারণ মানুষদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন পথ অবরোধকারীরা এমনও ছবি উঠে এসেছে আমাদের ক্যামেরায় । প্রায় দশ মিনিট ধরে তাদের এই পথ অবরোধ কর্মসূচি চলে যার কারণে তৈরি হয় যানজট সমস্যা ।
রাসায়নিক সার নিয়ে কৃষকদের কোন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কিনা তা জানতে আমরা পৌঁছে গিয়েছিলাম কৃষকদের কাছে । এ বিষয়ে কৃষকরা জানান , সারের যথেষ্ট মূল্য বৃদ্ধি ঘটেছে সার নিয়ে কালোবাজারি হচ্ছে । সারের যা দাম রয়েছে তার থেকে অনেক বেশি দাম দিয়ে রাসায়নিক সার কিনতে হচ্ছে ।












Leave a Reply