আবদুল হাই, বাঁকুড়াঃ কবি জসীমউদ্দীন এর ভাষায় পথের কেনারে পাতা দোলাইয়া করে সদা সঙ্কেত ,সবুজে হলুদে সোহাগ ঢুলায়ে আমার ধানের ক্ষেত। গতবছর এইসময়ে প্রকৃতির কাছে অসহায় হয়ে পড়েছিল বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের বিভিন্ন এলাকার কৃষকেরা।অকাল নিম্নচাপের প্রবল বৃষ্টিতে ভেসেছিল দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা।বিঘার পর বিঘা ধান জমিতে এক হাঁটু জল। ইন্দাস ব্লকের করিশুন্ডা অঞ্চলের মাঠের লক্ষী মাঠেই নষ্ট হয়ে যায় আমন ধান।বিঘার পর বিঘা ধান অজানা রোগে আর অকাল বর্ষনে মাঠের ধান মাঠেই নষ্ট হতে দেখে চাষী মহলে হাহাকার দেখা যায়। এবারের চিত্রটা সম্পূর্ণ আলাদা।করিশুন্ডা অঞ্চলের কৃষকরা উৎসবমুখর পরিবেশে আমন ধান কাটতে শুরু করেছেন। জমিগুলোতে এখন সোনালি ধানের ঝিলিক। বাতাসেও বইছে আমনের সুঘ্রান। মাঠ ভরা ধানের জমি দেখে কৃষকদের দু চোখে আনন্দের ঝিলিক ছড়িয়ে পড়েছে। চাষীর মুখে ফুটে উঠেছে সোনালি ধানের ঝিলিক। এবার আবহাওয়া ভালো থাকায় ফলনও ভালো হয়েছে।
গতবছরের স্মৃতি ভুলে গিয়ে এবার উৎসবমুখর পরিবেশে আমন ধান কাটতে ব্যস্ত ইন্দাসের কৃষকেরা।

Leave a Reply