হরিশ্চন্দ্রপুর ব্যবসায়ী সমিতির উদ্যোগে পুলিশ প্রশাসনের জন্য ট্রাফিক পোস্ট উদ্বোধন করা হলো।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- হরিশ্চন্দ্রপুর ব্যবসায়ী সমিতির উদ্যোগে পুলিশ প্রশাসনের জন্য ট্রাফিক পোস্ট উদ্বোধন করা হলো। এদিন হরিশ্চন্দ্রপুর বারদুয়ারি তুলসীহাটা পাঁচমাথা মোড়ে উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেওদুত গজমের এবং হরিশ্চন্দ্রপুর ব্যবসায়ী সমিতির সদস্যরা। প্রসঙ্গত হরিশ্চন্দ্রপুর বারদুয়ারি তুলসীঘাটা গামী রাস্তায় ইন্দিরা মোর এলাকার ব্যস্ততম পাঁচ মাথার ক্রসিং পয়েন্ট। মূলত হরিশ্চন্দ্রপুরের সদরের প্রবেশদ্বারে এই ক্রসিং পয়েন্ট টি অবস্থিত। এই পয়েন্টের ওপর দিয়ে হরিশ্চন্দ্রপুর তুলসীহাটা বারদুয়ারি সহ বিভিন্ন এলাকায় যানবাহন এবং নিত্যযাত্রীরা চলাচল করে। আর এই পয়েন্টে দাঁড়িয়ে হরিশ্চন্দ্রপুর পুলিশের সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশ কর্মীরা রোদ জল ঝড় বৃষ্টিতে তাদের কর্তব্য সম্পন্ন করেন। এতদিন এই পয়েন্টে দাঁড়াবার জন্য কোন ছাউনির বন্দোবস্ত ছিল না। রবিবার এই ক্রসিং পয়েন্টে হরিশ্চন্দ্রপুর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে নতুন ট্রাফিক পোস্ট উদ্বোধন করা হলো।

এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর ব্যবসায়ী সমিতির সদস্য সাগর দাস জানান ট্রাফিক নিয়ন্ত্রণ করতে পুলিশ কর্মীদের মাথার উপর কোন ছাউনি ছিল না। তাই আমরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই ব্যস্ততম মোড়ে একটি স্থায়ী ট্রাফিক পোস্টের নির্মাণ করে দিলাম। আগামীতে রোদ জল ঝড় বৃষ্টিতে যাতে ট্রাফিক সামলাতে পুলিশকর্মীদের কোন অসুবিধা না হয়। সেই জন্য এই উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *