পঞ্চায়েত ভোটের আগে আজও কি গরিব মানুষরা আবাস যোজনার ঘর পাবেন প্রশ্ন থাকছে!

0
131

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- ২০১৮ সালের সালে সার্ভে তালিকার ২০২২ সালের শেষে প্রকাশিত যা মনে হচ্ছে পঞ্চায়েত ভোটের চমক। পঞ্চায়েত ভোটের আগে আজও কি গরিব মানুষরা আবাস যোজনার ঘর পাবেন প্রশ্ন থাকছে।ঘরের সমস্যা ব্যাপারে কালিয়াগঞ্জ জয়েন্ট বিডিও ক্যামেরার সামনে কিছু বলতে চাইনি।
প্রকৃত গরিব মানুষ কি প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পাবে এ নিয়ে কয়েক দিন আগে পথ অবরোধ করে বিক্ষোভ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ এর মালগাঁও গ্রাম পঞ্চায়েতের জিনগাঁও এলাকায় ।

কালিয়াগঞ্জ ব্লক প্রশাসনের পক্ষে বিডিও অফিসে দেখা করার কথা বলা হয় গ্রামবাসীদের। কালিয়াগঞ্জের বিডিও অফিসে আসার পরও সঠিকভাবে সমাধান মিলছে না প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর নিয়ে গরীব মানুষদের ঘরের তালির থেকে নাম বাদ হয়ে গেছে আজও কি প্রকৃত গরিব মানুষরা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পাবে

আবাস যোজনা জন্য তালিকায় নাম থাকছে, আবার কেটে যাচ্ছে, আবার নাম আসছে, আবার কাটা পড়ে যাছে গরিব মানুষের নাম ঘর থেকে । কেন্দ্রীয় সরকারে প্রধানমন্ত্রী আবাস যোজনা ও রাজ্য সরকারের বাংলা আবাস যোজনা লড়াই মধ্য দিয়ে বঞ্চিত থেকে যাবে প্রকৃত গরিব মানুষ যা মনে হচ্ছে
উত্তর দিনাজপুর থেকে রাধারানী রির্পোট নিউজ।