শুভ উদ্বোধন হল উচালন কৃষি মেলার।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- কোভিড অতিমারিতে যে রুক্ষতা তৈরি হয়েছিল তাতে আবার সবুজের ছোঁয়া লেগেছে। পূর্ব বর্ধমান সহ দক্ষিণ দামোদর এলাকার বিভিন্ন দিকে দিকে অনুষ্ঠিত হওয়া মেলা তাতে কিছুটা হলেও জলের যোগান দেবে। রবিবার অর্থাৎ ২২ জানুয়ারি থেকে দক্ষিণ দামোদরের রায়না-২ ব্লকের উচালনে শুরু হল ৯তম উচালন কৃষি মেলার । মেলার অনুষ্ঠানিক উদ্বোধন করেন, দক্ষিণ দামোদরের ভূমি পুত্র তথা পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার। উপস্থিত ছিলেন, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ দপ্তরের চেয়ারম্যান সুভাষ মন্ডল, জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি, পূর্ব বর্ধমান জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ উত্তম সেনগুপ্ত, রায়না-২ ব্লক, সমষ্টি উন্নয়ন আধিকারিক অনিশা যশ, রায়না-২ পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক, সহ-সভাপতি আনসার আলী খাঁ, মাধবডিহি থানার অফিসার ইনচার্জ উত্তাল সামন্ত, বিশিষ্ট সমাজসেবী আব্দুল রব, বিশিষ্ট সমাজসেবী অসীম কুমার পাল সহ আরও অন্যান্য বিশিষ্ট জনেরা।

মঞ্চে উপস্থিত রাজ্যের মন্ত্রী সহ সকল বিশিষ্ট জনেদের চন্দনের ফোঁটা,উত্তরীয়, ব্যাচ ও পুস্পস্তবক সহযোগে বরণ করে নেওয়া হয় উচালন মেলা কমিটির পক্ষ থেকে।

মঞ্চ থেকে রাজ্যের মন্ত্রী প্রদীপ মুজুমদার বাবুর পিতা স্বর্গীয় রাসবিহারী মজুমদার মহাশয়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন উপস্থিত সকলে।

এইদিনের মঞ্চ থেকে এলাকার অসহায় মানুষদের উদ্দেশ্যে শীত বস্ত্র স্বরূপ কম্বল তুলে দেওয়া হয়, কম্বল তুলে দেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার সহ উপস্থিত বিশিষ্ট জনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *