নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- চাকদাহ পরকীয়া ঘটনায় পলাতক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। শুক্রবার গাংনাপুর গোপিনগর নতুন গ্রামের একটি বাড়ির পেছনের বাঁশ বাগান থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল চাকদহের দুবড়া গ্রাম পঞ্চায়েতের খামার পাড়ার ৪২ এর সুজিত বিশ্বাসের। স্থানীয়রা আজ সকালে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় ওই বাঁশ বাগানে। অচেনা ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে খবর দেওয়া হয় গাংনাপুর থানায়। ঘটনাস্থলে আসে গাংনাপুর থানার পুলিশ এবং ঝুলন্ত ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় গাংনাপুর হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাকে ঘোষণা করে। এরপর তার মৃতদেহ পাঠানো হয়। পুলিশ সূত্রে ও স্থানীয় সূত্রে জানা যায় গত বুধবার চাকদা থানার অন্তর্গত দুব্রা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ খামার পাড়ার বছর ১৮ এর লিপিকা মন্ডল নামে এক যুবতীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে ওই ব্যক্তি। তারপর থেকেই পলাতক ছিল সুজিত। পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছিল। দুদিন কেটে গেল তাকে ধরতে পারিনি পুলিশ।
চাকদাহ পরকীয়া ঘটনায় পলাতক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার।

Leave a Reply