আবদুল হাই, বাঁকুড়াঃ আজ বৃহস্পতিবার বাঁকুড়া জেলার ছাতনা মিরগা ফুটবল ময়দানে অনুষ্ঠিত হলো কৃষক সম্মেলন। আজ থেকে এই অনুষ্ঠান শুরু হলো চলবে আগামী ১১ই ফেব্রুয়ারি পর্যন্ত। এই সম্মেলনে কয়েকশো কৃষক অংশগ্রহণ করেন। আজ এই কৃষক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী এলেন ছাতনা থানার আইসি সিদ্ধার্থ সাহা ও ছাতনা সমষ্টি উন্নয়ন আধিকারিক শিশুতোষ প্রামাণিক, ছাতনা কিষান খেতমজুর সেলের সাধারণ সম্পাদক শংকর চক্রবর্তী এবং ছাতনা স্পোর্টস সভাপতি বিধান দত্ত।
কৃষক সম্মেলন অনুষ্ঠিত হল মিরগা ফুটবল ময়দানে।

Leave a Reply