হিমঘরের আলুর বন্ডের কুপন দেওয়াকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা জলপাইগুড়ি‌তে।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- শহর সংলগ্ন মোহিতনগর এলাকার একটি কোল্ড স্টোরেজের সামনে বন্ডের কুপনের জন্য ভোর রাত থেকেই লাইন দিয়েছেন বহু মানুষ। শুক্রবার সকালে কোল্ড স্টোরেজ খুলতেই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। হিমঘরে‌র গেটের সামনে ধাক্কাধাক্কিতে আহত হন বহু মানুষ। দুজন বয়স্ক মহিলা সহ পাঁচজন আলু চাষিকে গুরুতর অসুস্থ অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী রয়েছে মোহিতনগর কোল স্টোরেজের সামনে।
একই পরিস্থিতি রয়েছে জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েত এলাকা সহ বিভিন্ন কোল্ড স্টোরেজেও। আলু চাষিদের অভিযোগ, গভীর রাত থেকে লাইন দিয়ে কুপন সংগ্রহ করা‌র পর দেখা যাচ্ছে সেই কুপনে কত প্যাকেট আলু রাখা যাবে তার কোনও উল্লেখ নেই। ঘটনার খবর পেয়ে মোহিতনগর কোল্ড স্টোরেজে ছুটে আসেন কৃষক নেতা তপন গাঙ্গুলি। তিনি অভিযোগ করে বলেন, আলুর বন্ড দেওয়ার সময় যাতে কোনোরকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয় এজন্য গত দুমাস ধরে কৃষক সভা ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রশাসনকে ব‍্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছিল। বন্ডের কুপন দেওয়ার সময় শুক্রবার যে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হল এর জন্য দায়ী প্রশাসন। চরম প্রশাসনিক গাফিলতির কারণে মোহিতনগর কোল্ড স্টোরে‌জে এ ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হল। সকাল থেকে পুলিশ থাকলে হয়তো এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যেত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *