রঙীন ফুলকপি ফলিয়ে খুশি হ‍্যামিল্টনগঞ্জ এলাকার কৃষক ঘনশ‍্যাম ছেত্রী।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: রঙীন ফুলকপি ফলিয়ে খুশি হ‍্যামিল্টনগঞ্জ এলাকার কৃষক ঘনশ‍্যাম ছেত্রী।কালচিনি ব্লকে এই প্রথম রঙীন ফুলকপির চাষ হল।পরীক্ষামুলকভাবে নিজের বাড়ির আধ বিঘা জমিতে রঙীন ফুলকপির বীজ রোপন করেছিলেন।দু’মাসেই ফসল ফলেছে।যা দেখে খুশি ঘনশ‍্যাম ছেত্রী। এখনও ওই ফুলকপি তিনি বাজারে বিক্রি করেননি।স্থানীয়রা রঙীন ফুলকপি দেখতে হাজির হচ্ছেন তার বাড়িতে।ঘনশ‍্যাম ছেত্রী খেতের থেকে প্রতিবেশিদের তুলে দিয়েছেন রঙীন ফুলকপি গুলি। তার জমিতে গেলেই দেখা মিলবে বেগুনি,হলুদ ফুলকপির।ঘনশ‍্যাম ছেত্রি জানিয়েছেন, ফালাকাটা থেকে রঙীন ফুলকপির বীজ এনেছিলেন তিনি।কোনও রাসায়নিক সার তিনি প্রয়োগ করেননি চাষে।গোবর সার দিয়ে হয়েছে চাষ।পরের বছর থেকে রঙীন ফুলকপি চাষ করে তা বাজারে বিক্রির জন‍্য তিনি পাঠাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *