দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রাহুল গান্ধীর লোকসভার সাংসদ পথ খারিজের প্রতিবাদে সারা দেশের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও বিক্ষোভ কর্মসূচিতে শামিল হল কংগ্রেস নেতৃত্ব।
দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর বাসস্ট্যান্ডের চৌপথি মোড়ে কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি ও পথসভা আয়োজিত হয়। সম্পূর্ণ অবৈধভাবে রাহুল গান্ধীকে পুরনো মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ তোলা হয় দলীয় নেতৃত্বের পক্ষ থেকে। বর্তমানে রাহুল গান্ধীর অবস্থানে কেন্দ্রীয় সরকার ভয় পেয়েই এমন উদ্দেশ্য প্রণোদিত ঘটনা ঘটিয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়।
উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক কৃষ্ণ দ্বৈপায়ন ভৌমিক সহ অন্যান্য দলীয় নেতৃত্বরা।
রাহুল গান্ধীর লোকসভার সাংসদ পথ খারিজের প্রতিবাদে সারা দেশের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও বিক্ষোভ কর্মসূচিতে শামিল হল কংগ্রেস নেতৃত্ব।

Leave a Reply