ছাত্র ছাত্রীদের আত্মরক্ষা প্রশিক্ষণ শিবির হল ইন্দপুরের শালডিহা কলেজ চত্বরে।

আবদুল হাই, বাঁকুড়াঃ ছাত্র ছাত্রীদের আত্মরক্ষা প্রশিক্ষণ শিবির হল ইন্দপুরের শালডিহা কলেজ চত্বরে। মঙ্গলবার শালডিহা কলেজের এনএসএসের ব্যবস্থাপনায় ও বিশিষ্ট ক্যারাটে প্রশিক্ষক অমিত কর মোদকের সহযোগিতায় ওই প্রশিক্ষণ শিবির হয়। কলেজের বিভিন্ন শাখার প্রায় 150 জন ছাত্র-ছাত্রী শিবিরে অংশগ্রহণ করে। প্রশিক্ষক অমিত করমোদক জানান, এদিনের শিবিরে ক্যারাটের বিভিন্ন বেসিক কলাকৌশল ছাড়াও ছেলেদের পাশাপাশি বিশেষ করে মেয়েদের বিভিন্ন আত্মরক্ষা মূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণ নিয়ে মেয়েরা নিজেদের আত্মরক্ষার বিষয়ে পারদর্শী হয়ে উঠবে বলে তিনি আশাবাদী। এদিন শিবিরকে ঘিরে ছাত্র ছাত্রীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *