গতকালের ২৫ মিনিট ধরে কালবৈশাখীর ঝড় বর্ষণের ফলে ইন্দাসের সিমুলিয়া, গোবিন্দপুর গ্রামের কৃষকদের বোরো ধানের ক্ষতির কথা বললেন, শুভেন্দু অধিকারী।

আবদুল হাই, বাঁকুড়াঃ কিছুদিন আগে পর্যন্ত সারা বাংলা তীব্র দাবদাহে মানুষের জীবন হয়ে ওঠেছিল দুর্বিসহ।মাত্রারিক্ত তাপ প্রবাহের হাত থেকে বাঁচতে একফোঁটা বৃষ্টির জন্যে হাপিত্যেশ করেছেন রাজ্যের মানুষ। গতকাল ২০ থেকে ২৫ মিনিট ধরে ভিলেন ঝড়ের তান্ডব আর তার সাথে প্রবল বৃষ্টি ক্ষেত খামারে চাষিদের মেলা ধান লন্ডভন্ড করে দিল এই চিত্র দেখা যায় বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের সিমুলিয়া, গোবিন্দপুর সহ অন্যান্য এলাকায়। গতকালের ভিলেন ঝড় শিলা বৃষ্টি তান্ডের কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের সাহসপুর অঞ্চলের আশ্বিন দীঘির মাঠে বিজেপির ডাকে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, দুপুরে ২৫ মিনিট কালবৈশাখীর ঝড় এবং বর্ষণের ফলে মাঠ ভিজে গেছে।বোরো চাষীদের পাকা ধান ক্ষতিগ্ৰস্ত হয়েছে। এই ২৫ মিনিটের বর্ষায় বিশেষ করে ইন্দাস ব্লকের সিমুলিয়া, গোবিন্দপুর সহ অন্যান্য গ্ৰাম গুলিতে অনেক বেশি ক্ষতি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *