কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- তিন বছর আগে তুফানগঞ্জের হসপিটালে কলির জন্মের পর বাবা-মাতাকে রেখে চলে যান। সেখান থেকে কোচবিহারের নিউভারতী ক্লাব পরিচালিত এক স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে তিন বছর ধরে কলি বড় হয়ে আসছে।
এরপর অ্যাডাপশন রেজুলেশন 2022 অনুযায়ী কলিকে পেতে আর্জি জানান ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ডিসি এর ওয়াশিংটনের ক্যারোলিনার বাসিন্দা জেমিয়া জোসেস এসিজি এবং সারা ইনজি এসিজি। জেমিয়া পেশায় একজন ফিজিশিয়ান এবং সারা পেশায় একজন জিম প্রশিক্ষক। সমস্ত আইনি জটিলতা কাটিয়ে কলিকে তারা আজ নিয়ে যাচ্ছেন ওয়াশিংটনের ক্যারোলিনাতে।
এই বিষয়ে জেলা শিশু সুরক্ষা অফিসার স্নেহাশিস চৌধুরী বলেন, এই প্রথম অ্যাডাপশন রেজুলেশন 2022 নিউ অনুযায়ী কোচবিহারের জেলা শাসকের তত্ত্বাবধানে কোন শিশু তা বিদেশে নতুন বাবা মার কাছে যেতে পারছেন।। ১৯৭০ রেজুলেশন অনুযায়ী থেকে সম্মতি নিতে হতো।












Leave a Reply