বাংলাদেশে পাচারের আগেই ৪১টি মোবাইল ফোন উদ্ধার করল বিএসএফ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়া জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বঙ্গ নগর বর্ডারে চোরাচালানকারীদের পরিকল্পনা ভেস্তে দিয়ে বাংলাদেশে পাচারের আগেই ৪১টি মোবাইল ফোন উদ্ধার করল বিএসএফ। এদিন গভীর রাতে ঘটনাটি ঘটেছে নদীয়ার চাপড়ার ব্রহ্মনগর সীমান্তে।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এদিন গভীর রাতে ওই এলাকায় টহল দিচ্ছিল বিএসএফের ৮২ব্যাটালিয়নের জওয়ানরা। সেই সময় জওয়ানরা তার কাঁটার কাছে ২ থেকে ৩ জন চোরাকারবারীকে ঘুরে বেড়াতে দেখেন, যারা তার কাঁটার উপরে কিছু জিনিসপত্র ছুড়তে যাচ্ছিল। তা দেখে জওয়ানরা তৎক্ষণাৎ তাদের পিছু ধাওয়া করে। জওয়ানদের পিছু ধাওয়া করতে দেখে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর ওই এলাকায় তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৪১ টি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার হয়। যার আনুমানিক মূল্য ৭,৬৬,৮৮৭/- টাকা। এই মোবাইল গুলো পাচারকারীরা ভারত থেকে বাংলাদেশে পার করার চেষ্টা করছিল এমনটাই প্রাথমিক অনুমান বিএসএফ জাওয়ানদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *