জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়ি র তিস্তা নদীর চরে হাতির হামলা।মৃত্যু হলো এক যুবকের। কপাল জোড়ে পালিয়ে বাঁচল আরও এক যুবক। বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি র বৈকন্ঠপুর জঙ্গল সংলগ্ন তিস্তার নাথুয়ার চরের দাস পাড়া এলাকায় হামলা চালায় একদল হাতি। সেই সময় নিজেদের বাদাম ক্ষেতে বাদাম তুলছিল দুই ভাই।আচমকা হাতি তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ। এক ভাই পালিয়ে বাঁচলেও প্রত্যক্ষ দর্শীদের দাবি, সাগর দাস নামে আর এক ভাই কে পিষে মারে হাতি।গত শনিবার ও তিস্তা নদীর রঙধামালি সংলগ্ন চরে হাতির হামলায় মৃত্যু হয় এক মহিলার।পাঁচ দিনের ব্যবধানে ফের হাতির হামলায় মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছেন এলাকার লোকজন। বন দফতরের ভুমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
জলপাইগুড়ি র তিস্তা নদীর চরে হাতির হামলা, মৃত্যু হলো এক যুবকের।

Leave a Reply