নববধূ হয়ে যেদিন এসেছিলো নারী ভেবেছিলো সুন্দর একটা সংসার হলো,
আনন্দে রঙিন কল্পনা দের নিয়ে চললো কয়েক বছর!
যখন শুনতে পেলো মা হতে যাচ্ছে তখন নারীর ভীষণ আনন্দ হলো।
সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ভীষণ কেঁদেছিলো, কেনো তার সন্তান কাঁদছে না, পরে যখন কেঁদে উঠল তখন মা খুশিতে ভীষণ হেসে ছিলো।
সন্তান ধীরে ধীরে বড় হচ্ছে কোন কিছু অসুবিধা হলে বলতে পারে না শুধুই কাঁদে তখন ওর কষ্ট দেখে মায়েরও কান্না পায়, সবকিছু মিলিয়ে বেশ চললো সুখের কুঞ্জো।
অফুরন্ত সুখ তার,
সে যে মা-
নিখাদ এক মায়ারথ স্বার্থহীন মা- তার নাটকের উপসংহার।
দিন গেছে, এখন জ্বালা, যন্ত্রণা ও বোঝা হয়েছে নববধূ হয়ে আসা নারী।
গলগ্রহ হয়ে বেঁচে থাকা ভীষণ কঠিন, কিছু আবদার করলেই বৃদ্ধাশ্রম- এটাই কি বৃদ্ধা মায়েদের পাওনা?
কত খুঁজেছি উত্তর- পাইনি, আজও ঠিকানা তো বহুদূরে|
Leave a Reply