আবদুল হাই, বাঁকুড়াঃ মাঝেমধ্যেই জেলার বিভিন্ন ব্লাড ব্যাংকের রক্তের সংকট দেখা যায়। বাঁকুড়া মেডিক্যালে রক্তের সংকট দেখা দেওয়ায় চরম সমস্যার সম্মুখীন হতে হয় রোগীর পরিবারের মানুষদের। জেলায় রক্তের অভাব হলে
সবচেয়ে সমস্যায় পড়েন জেলার থ্যালাসেমিয়া রোগীর আত্মীয় পরিজনেরা। থ্যালাসেমিয়া রোগীদের নিয়মিত রক্ত না দিতে পারায় হয়রানির শিকার হন তারা। সেইসব মানুষদের কথা চিন্তা করে স্বর্গীয় সবিতা চক্রবর্তীর স্মৃতির উদ্দেশ্যে বাঁকুড়া জেলার সোনামুখী পৌর আবাসিক ভবনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন চক্রবর্তী পরিবার।স্বেচ্ছায় রক্তদান করতে আসা রক্তদাতাদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। চক্রবর্তী পরিবারের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষেরা।
বাঁকুড়া থেকে আবদুল হাই এর রিপোর্ট
Leave a Reply