নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার বাদকুল্লা অনামি ক্লাবের মাঠে হতে চলেছে অভিষেকে বন্দ্যোপাধ্যায়ের জনসভা। রাজ্যের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ইতিমধ্যে শুরু হয়েছে জনজোয়ার। রাজ্যের সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকছেন বাদকুল্লা অনামী ক্লাবের মাঠে। সূত্রের খবর এদিন অন্য জেলার পাশাপাশি নদীয়া জেলাতেও নব জোয়ার কর্মসূচি হতে চলেছে চলতি মাসের নয় তারিখ শুক্রবার বিকেল তিনটে সময়। ইতিমধ্যেই শুরু হয়েছে তার প্রস্তুতি। সেদিন তৃণমূলের জনজোয়ার ঘটবে এই মাঠে এমনটাই দাবি স্থানীয় নেতৃত্বের।
নদীয়ার বাদকুল্লা অনামি ক্লাবের মাঠে হতে চলেছে অভিষেকে বন্দ্যোপাধ্যায়ের জনসভা।

Leave a Reply