আন্তর্জাতিক স্তরে খ্যাতি অর্জন করলো বর্ধমান শহরের মেয়ে কিংকিনি চ্যাটার্জী।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- ২০২২ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত ভারত সংস্কৃতি উৎসবে আন্তর্জাতিক স্তরে খ্যাতি অর্জন করেছিল বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠ জোড়া মন্দির এলাকার ছোট্ট মেয়ে কিংকিনি চ্যাটার্জি। আবারো ২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত ভারত সংস্কৃতি উৎসবে চার চারটি পুরস্কার ছিনিয়ে নিয়ে এলো বর্ধমান শহরের ছোট্ট মেয়ে কিংকিনি চ্যাটার্জী। রবীন্দ্র নৃত্য, মডার্ন ডান্স, ভারতনাট্যম এবং সেমি ক্লাসিক্যাল আন্তর্জাতিক স্তরে পুরস্কৃত হয়েছে কিংকিনি। রবীন্দ্র নৃত্য তে প্রথম স্থান, মডার্ন ডান্সে দ্বিতীয় স্থান অধিকার, সেমি ক্লাসিক্যালে তৃতীয় স্থান এবং ভারতনাট্যম তৃতীয় স্থান অধিকার করেছে কিংকিনি চ্যাটার্জী। আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কিংকিনি জানায়, আমার খুব ভালো লাগছে যে আমি এত বড় জায়গায় গিয়ে অনেক প্রতিযোগীর মধ্যে এই পুরস্কার গুলি পেয়েছি। বাড়িতে সব থেকে বেশি সাপোর্ট আমাকে মা এবং দাদু করেছেন। আগামী দিনে আমি নাচ নিয়েই এগিয়ে যেতে চাই। কিংকিনির মা কেকা চ্যাটার্জি বলেন, আমার মেয়ে এতগুলো প্রতিযোগীর মধ্যে যে স্থান অধিকার করতে পারবে সেটা হয়তো প্রথমে ভাবতে পারিনি। কিন্তু আমার বিশ্বাস ছিল ওর উপর। যখন ওর নাম ঘোষণা করা হয় আমি কেঁদে ফেলেছিলাম আনন্দে। আগামী দিনে আমি সব সময় ওর পাশে থেকে ওকে সাপোর্ট করে যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *