অবৈধ ভাবে বালি পাচারের অভিযোগ উঠল,অঞ্চল সভাপতির বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ নদী বক্ষ থেকে অবাধে বালি তুলে তা ট্রাক্টরে করে পাচারের অভিযোগ উঠল তৃনমূলের খোদ অঞ্চল সভাপতির বিরুদ্ধে। বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা বালি বোঝাই ওই ট্রাক্টর আটক করে পুলিশের হাতে তুলে দিল। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সিমলাপাল থানার ধাদকিডাঙ্গা এলাকায়। এই ঘটনায় অভিযুক্ত অঞ্চল সভাপতির কোনো বক্তব্য পাওয়া না গেলেও তৃনমূলের জেলা নেতৃত্বের দাবী এই ঘটনা সামনে আসায় পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় ধাক্কা খেল দলের ভাবমূর্তি।

বাঁকুড়ার তালডাংরা ও সিমলাপাল ব্লকের মাঝখান দিয়ে বয়ে গেছে জয়পণ্ডা নদী। এই নদীতে ধাদকিডাঙ্গা এলাকায় কোনো বৈধ বালি খাদান নেই। সম্প্রতি সেই নদীর বক্ষ থেকেই অবৈধ ভাবে বালি উত্তোলন করে ট্রাক্টরে করে অন্যত্র পাচার করার অভিযোগ ওঠে তৃনমূলের সিমলাপাল ব্লকের মন্ডলগ্রাম অঞ্চলের অঞ্চল সভাপতি অর্ধেন্দু সিংহ মহাপাত্রর বিরুদ্ধে। স্থানীয় গ্রামবাসীদের দাবী এক সপ্তাহ ধরে এই বালি পাচার চলছিল। বিষয়টি নজরে আসতেই গতকাল স্থানীয় ধাদকিডাঙ্গা গ্রামের মানুষ বালি বোঝাই ট্রাক্টরটিকে আটক করে বিক্ষোভে ফেটে পড়েন। পরে সিমলাপাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালক সহ ট্রাক্টরটিকে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের দাবী নিজের দলীয় পদের প্রভাব খাটিয়েই সম্পূর্ণ অবৈধ ভাবে এই বালি পাচার করা হচ্ছিল। তৃনমূলের স্থানীয় নেতৃত্বের একাংশও এই বালি পাচারের অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন। বিজেপির দাবী এই বালি পাচারের সাথে তৃনমূল নেতৃত্বের একাংশ ও প্রশাসনের একাংশ যুক্ত রয়েছে। ঘটনার প্রকৃত তদন্ত করে দোষী ব্যাক্তির শাস্তির দাবী জানিয়েছে বিজেপি। অভিযুক্ত তৃনমূল নেতা বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি। তৃনমূলের জেলা নেতৃত্বের দাবী এই ঘটনা সত্যি হয়ে থাকলে তা পঞ্চায়েত নির্বাচনের আগে দলের ভাবমূর্তির ক্ষেত্রে ক্ষতিকর প্রভাব ফেলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *