নদীয়ার মাজদিয়ার পাইকারি বাজারে জলের দলে বিকোচ্ছে ফলের রাজা আম।

নদিয়া, নিজস্ব সংবাদদাতা:– জলের দলে বিকোচ্ছে ফলের রাজা আম। ৬ থেকে ৮ টাকা পাইকারি কিলো দরে বিক্রি হচ্ছে হিমসাগর আম। এমনই চিত্র দেখা গেল নদীয়ার মাজদিয়ার পাইকারি বাজারে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি নদীয়া জেলাতেও প্রচুর পরিমাণে আম ফলন হয়। হিমসাগর বোম্বাই ইত্যাদি বিভিন্ন প্রজাতির আমে গরমকালে বাজার ছেয়ে যায়। বিগত বেশ কয়েক বছরের মধ্যে এবার আমের ফলনের পরিমাণ অত্যাধিক বেশি। তাতে প্রথমদিকে চাষিরা খুশি হলেও এখন তাদের পরিস্থিতি খুবই সংকটজনক।

এবারে আমের ফলন তুলনামূলকভাবে অনেকটাই বেশি। তবে এবার তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছে বিগত বেশ কয়েক বছরের রেকর্ড। ৪০ ডিগ্রী পার করে গিয়েছে এবারে তাপমাত্রা। সেই কারণে সময়ের আগেই পেকে যাচ্ছে সমস্ত আম। আর এর ফলেই চাষীদের দেখা দিয়েছেন নতুন করে এক সমস্যা। অতিরিক্ত তাপমাত্রার জেরে সময়ের আগে গাছের মধ্যেই সমস্তu আম পেকে যাওয়ার ফলে চাষিরা বাধ্য হয়ে সেই আম নিয়ে আসছে মাজদিয়ার সবজি আড়তে। চাহিদার থেকে ফলন তুলনামূলকভাবে বেশি হওয়ার ফলে সেই আমের উপযুক্ত দাম পাচ্ছে না বলে অভিযোগ করেন আম চাষিরা। এছাড়াও মাজদিয়া সবজি আরো তে নির্দিষ্টভাবে কোন হীমঘর বা কোল্ড স্টোরেজ না থাকার কারণে অতিরিক্ত আম গুলি কোথাও সংরক্ষণ করা যাচ্ছে না। যার ফলে রীতিমতো বাধ্য হয়েই এক কথায় জলের দরে আম বিক্রি করে দিতে হচ্ছে চাষীদের বলে এমনটাই অভিযোগ করেন তারা।

তারা জানায় ৬ টাকা থেকে ৮ টাকা কিলো দরে পাইকারি হারে আম বিক্রি করে দিচ্ছেন তারা। আর এর ফলেই উপযুক্ত দাম না পাওয়ার কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন আম চাষিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *