নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ গিরিয়া সেতু নির্মাণের দাবিতে ভোট বয়কটের ডাক গ্ৰামবাসীর। আলিপুরদুয়ার পুঁটিমাড়ি এলাকায় আলিপুরদুয়ার থেকে ফালাকাটা গামী প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হল বাসিন্দারা।এলাকার বাসিন্দারা জানান পুটিমাড়ি মোড় থেকে কোচবিহার জেলার ঘোকসাডাঙ্গা যাওয়ার পথে গিরিয়া নদীর সেতুর অবস্থা খারাপ বহুবার বহু নেতা মন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে সেতু নির্মাণের জন্য কিন্ত হয়নি । এদিন পুঁটিমাড়ি মোড় এলাকায় পথ অবরোধের ফলে সড়কে গাড়ির লম্বা লাইন পড়ে যায়। সমস্যায় পড়ে নিত্যযাত্রীরা।
গিরিয়া সেতু নির্মাণের দাবিতে ভোট বয়কটের ডাক গ্ৰামবাসীর।












Leave a Reply