বাল্যবিবাহ আইনত অপরাধ তাই অনুষ্ঠান বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় নাবালিকাকে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- চলছে ধুমধাম করে বৌভাতের অনুষ্ঠান মাইকে বাজে সানাই। এলাহি প্যান্ডেল। আমন্ত্রিরা উপহার হাতে। নতুন বউয়ের মুখ দেখে কেউ বসেছেন খেতে ,কেউ বা খোশ মেজাজে গল্পে ব্যস্ত পরিবারের সাথে। বাড়ির সামনে হঠাৎই এসে হাজির পুলিশের গাড়ি ও সাথে রয়েছে চাইল্যান্ডের সদস্যরা। বিয়ে বাড়ির অনেকে হয়তো ভেবেছিলেন তারা নিমন্ত্রিত। কিন্তু না গাড়ি থেকে নামতেই তাদের মুখে শোনা গেলো বাল্যবিবাহ আইনত অপরাধ। বাল্যবিবাহ আইনত অপরাধ তাই অনুষ্ঠান বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় নাবালিকাকে। এই ঘটনায় রীতিমতো হলু স্থুলু পড়ে যায় বিয়ের বৌভাতের অনুষ্ঠান । একই ঘটনা শান্তিপুরের পৃথক দুটি বাড়িতে। দুজনেরই আইনত বয়স না হওয়ায় দুই নাবালিকাকে তুলে আনা হয় শ্রীমা মহিলা সমিতি চাইল্ড লাইনের পক্ষ থেকে এবং তাদের সাথে ছিলেন শান্তিপুর থানার পুলিশ। জানা যায় এ দুটি বিয়ের বৌভাতের অনুষ্ঠান চলছিলো একটি নদীয়া শান্তিপুর শহরের তেলিপাড়ার এবং অপরটি শান্তিপুর গয়েশপুর পঞ্চায়েত এলাকায়। জানা যায় নাবালিকার একজনের বয়স ১৭ এবং অপরজনের ১৬ , চাইল্ড লাইনের পক্ষ থেকে সোলেমান শেখ বলেন এদের বিয়ের পরের দিন খবর পেয়ে শান্তিপুর থানায় নাবালিকা সহ আসার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু তারা সে কথায় কর্ণপাত না করে আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বৌভাতের আয়োজন সারম্বরে করেন । আপাতত ওই নাবালিকাদের শিশু কল্যাণ সমিতির আদেশ অনুসারে কৃষ্ণনগর নগেন্দ্র নগরে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *