প্রখর তাপদাহ নেই বর্ষা, যার জেরে ভুগছে কৃষকেরা মালদহের হবিবপুর ব্লক জুরে ভুক্তভুগি কৃষকেরা।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—প্রখর তাপদাহ নেই বর্ষা। যার জেরে ভুগছে কৃষকেরা মালদহের হবিবপুর ব্লক জুরে ভুক্তভুগি কৃষকেরা এদিন বুধবার এমনি ছবি ধরা পরলো হবিবপুরের বুলবুলচন্ডির ইংলিশ, ভুয়াডাঙ সহ বিভিন্ন জায়গায় কৃষকেরা জলে জন্য ধান চাষ করতে সমস্যার মধ্যে পড়ছে। যে সব এলাকায় সাবমার্শাল রয়েছে সেই সব জায়গায় কিছু ধান লাগানো গেলেও জলের জন্য এখন ধানের চাড়া শুকিয়ে গেছে। যে সব জায়গায় সাব মার্শবেল নেই সেই জদয়গায় রয়েছে এখন ঠিক ভাবে ধান চাষ করতে পারেনি এখন কৃষকেরা তাকিয়ে রয়েছে আকাশে দিকে কবে নামবে বর্ষা।এই ধানের উপর নির্ভর করে কৃষকেরা সারা বছর সংসার চলে আর এই বছরই বৃষ্টি জলের দেখা নেই চিন্তায় পরেছে হবিবপুর ব্লকের কৃষকেরা।জলের জন্য মাটি ফেটে হা হয়ে রয়েছে ধানের চারা রোপণ করার পরে জল দরকার হয় সেই জল না পেলে ধানের চারা বাচানো অসম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *