পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বিভিন্ন দাবি দাওয়াকে কেন্দ্র করে বর্ধমান থানায় স্মারকলিপি জমা দিলো পূর্ব বর্ধমান জেলা বিজেপি। মহিলা ও শিশু সুরক্ষার দাবিতে, কর্মসংস্থান সহ একাধিক দাবি নিয়ে একটি বিক্ষোভ মিছিলও করে বিজেপির জেলা নেতৃত্ব। মিছিলটি বর্ধমান কার্জন গেট থেকে শুরু করে বর্ধমান থানার সামনে পৌঁছে শেষ হয়। বর্ধমান জেলার সাধারণ সম্পাদক সুধীর রঞ্জন কুমার সাউ এদিন বলেন, আমরা সাধারণ মানুষের স্বার্থে একাধিক দাবি দাওয়া নিয়ে একটি মিছিল করলাম এবং শিশু ও নারী সুরক্ষার দাবিতে একটি বর্ধমান থানায় স্মারকলিপি জমা দিলাম। আমরা ভারতীয় জনতা পার্টি দেখিয়ে দেবো নারী সুরক্ষার ক্ষেত্রে কি কি করতে পারি। তিনি আরও বলেন, আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলায় সমস্ত থানায় একই অভিযোগ জমা পড়ছে কিন্তু প্রত্যেকটি থানা চুপ থেকে পার্টি অফিসে পরিণত হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি, ভারতীয় যুব মোর্চা সাধারণ মানুষের সব সময় পথে নামবো।
বিজেপির যুব মোর্চা এবং মহিলা মোর্চার পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি ।

Leave a Reply