পাঁশকুড়ার সুরানানকার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ঠিক মতো মিড ডে মিলের খাবার না দেওয়ার পাশাপাশি ছাত্রীদের সাথে খারাপ আচরনের অভিযোগ রাঁধুনিদের,অভিযোগ অভিভাবকদের।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :– মিড ডে মিল নিয়ে দীর্ঘ বছর ধরে সমস্যা পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পৌরসভার ১০নং ওয়ার্ডের সুরানানকার প্রাথমিক বিদ্যালয়ে। প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ঠিক মতো মিড ডে মিলের খাবার দেওয়া হোতো না। এমনকি ছাত্র ছাত্রীদের সাথে খারাপ আচরন করত পুরানো রাঁধুনিরা এমনটাই অভিযোগ অভিভাবকদের। সে কারনেই স্কুলের সামনে বিক্ষোভ দেখায় অভিভাবকরা।
বারবার এলাকার কাউন্সিলর থেকে শুরু করে পৌরসভার চেয়ারম্যানকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। ছাত্র ছাত্রীরা একটু বেশি খাবার চাইলে তাদের সাথে খারাপ আচরণ করতেন ওই আগের রাঁধুনিরা বলে জানান অভিভাবকরা। যার ফলে তিন চারদিন ধরে বন্ধ মিড ডে মিলের রান্না। পৌরসভার ১০নং ওয়ার্ডের অভিভাবকদের ক্ষোভ পৌরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্রর বিরুদ্ধে, বার বার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। যদিও অভিভাবকদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনা স্থলে আসেন পাঁশকুড়া ব্লকের বিডিও ধেনদূপ ভুটিয়া, তাকে ঘিরে গেট লাগিয়ে বিক্ষোভ দেখায় অভিভাবকরা। স্কুলের গেটের সামনেই অভিভাবকদের আশ্বাস দেন বিডিও, পাশেই রয়েছে সূরা মহামায়া বালিকা বিদ্যালয়, সেই স্কুলের রাঁধুনিরাই এবার থেকে পাশে থাকা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মিড ডে মিলের রান্না করবেন যতদিন না এর সমস্যার সমাধান হয়। তাঁর পরেই বিক্ষোভ ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *