চলন্ত যাত্রীবাহী বাসে হঠাৎই আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য নারানগড়ের উকুনমারীতে।

0
212

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- চলন্ত যাত্রীবাহী বাসে হঠাৎই আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ানো পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার উকুনমারী এলাকায়, স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকালে মেদিনীপুর থেকে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে দাঁতন যাওয়ার পথে উকুনমারী এলাকার একটি প্লাস্টিক কারখানার সামনে হঠাৎই আগুন জ্বলে ওঠে যাত্রী ভাই বাঁচে, তড়িঘড়ি চালকের তৎপরতায় দ্রুত গাড়ি দাঁড় করিয়ে সমস্ত যাত্রীদের নামিয়ে দেওয়া হয়, এর পরেই আগুনের মাত্রা আরো বেড়ে যায়,দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন, এরপর কারখানার কর্মীরা সেই দৃশ্য দেখে দ্রুত জলের ব্যবস্থা করে ওই বাসটিকে নেভানোর চেষ্টা করে, এবং খবর দেওয়া হয় দমকল কে, খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে দমকলের প্রাথমিক অনুমান শর্ট-সার্কিটের ফলেই এই আগুন।