কাল :: রাণু সরকার।।

যত আছে কষ্ট-যন্ত্রণা– সব কি মুছে যায়,
নাকি সব মুছতে পারি,
ওরা তো কালের নিয়মে চলে,
আমার হাতে তো কিছুই নেই।
সময়ও পারে না সব যন্ত্রণার প্রশমন করতে,
কিছু গোপনসঞ্চারী ভস্মিত না হওয়া পর্যন্ত তারা থেকেই যায়-
মন্থরগতিতে জ্বলে অপ্রকাশ্যে, কর্মহীন মুহূর্তে অহরহ সর্তকভাবে প্রহার করে অন্তরের স্পর্শকাতর অংশে।
কার সাধ্য মুছে দেবে?
পারে একজন, চিরতরে মুছে দিতে, একদিন ঠিকই মুছে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *