জয়ের রাস্তা মসৃণ হতেই রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ‘সাসপেন্ডেড’ শুভেন্দু অধিকারীর।

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ-চার রাজ্যের বিধানসভার মধ্যে
৩ রাজ্যে গেরুয়া ঝড়ে উড়ে গেল কংগ্রেস। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে মোদি ঝড়। তিন রাজ্যে ক্ষমতার দখলে বিজপি। তেলেঙ্গানায় সংখ্যাগরিষ্ঠতা কংগ্রেসের। তেলেঙ্গানায় কংগ্রেস ৬৩, বিআরএস ৪১, বিজেপি এগিয়ে ৮টিতে। রাজস্থানে বিজেপি ১১৩, কংগ্রেস ৭০ আসনে এগিয়ে। ছত্তিশগড়ে বিজেপি ৫৫ কংগ্রেস ৩২ আসনে এগিয়ে। মধ্যপ্রদেশে বিজেপি ১৬১, কংগ্রেস ৬৬ আসনে এগিয়ে। বিজেপির কাছে ধরাশায়ী কংগ্রেস। জয়ের রাস্তা মসৃণ হতেই রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ‘সাসপেন্ডেড’ শুভেন্দু অধিকারীর। সোমবার বিধানসভায় বিজয় মিছিল এবং লাড্ডু বিলি করা হবে বলেই জানালেন তিনি। উত্তর দিনাজপুর জেলার কালিয়াঞ্জে শুকান্ত মোড়ে বিজেপির পক্ষে গেরুয়া আবির মাখিয়ে, বিজয় উতসব পালন ও লাড্ডু বিতরন পথ চলতি মানুষের মধ্য বিজেপির পক্ষে। অপর দিকে ১০০ দিনের বকয়া টাকার দাবি নিয়ে দুই দিন ব্যাপি ধিকার মিছিল তৃনমুলে পক্ষে রাজ্যে জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *