
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ৮ নম্বর আমকোপা অঞ্চলের কুসুমডহরি এলাকায় হরিণ পালের তাণ্ডব,এই তান্ডবে ক্ষতি হলো ১০ থেকে ১৫ বিঘা জমির ফসল, রবিবার বেলা ১১ টা নাগাদ এমনটাই জানা গিয়েছে স্থানীয় সূত্রে,সূত্রে আরো জানা গিয়েছে শনিবার রাত থেকে ভোর পর্যন্ত তাণ্ডব চালায় ১০ থেকে ১৫ টি হরিণের একটি পাল, আর এই তান্ডবের ফলে ক্ষতি হয় আলু থেকে শুরু করে বিভিন্ন ফসলের, ইতিমধ্যেই বনদপ্তরকে জানানোর পাশাপাশি ক্ষতিপূরণের আর্জি জানিয়েছে ওইসব ক্ষতিগ্রস্ত চাষিরা।












Leave a Reply