
নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ইকো পার্ক নাম করে কৃষকদের অন্ধকারে রেখে কলা বাগান জেসিবি দিয়ে গুরিয়ে দিল প্রশাসন এমনিই অভিযোগ জানালেন কলাচাষীরা।বিঘার পর বিঘা জমির কলা গাছ নষ্ট করে দেয় তবে চাষী কি করে খাবে।চাকদহ পঞ্চায়েত সমিতি ও ব্লক আধিকারিকের পক্ষ থেকে একটি ব্যানার টানিয়ে দেয়। বহু চাষী বা কৃষকেরা জানায়,দিনের আলোতে কাজ না করে রাতের অন্ধকারে করা হচ্ছে। ঘটনা চাকদহ ব্লকের অধিনে রানিনগর এলাকায়।বিশ্বজিৎ বিশ্বাস নামে এক কৃষক বলেন,গঙ্গার ভাঙনে আমরা জমি হারায় আমাদের নিজস্ব জমি। গঙ্গার চর পরে দীর্ঘদিন পর আমরা সেই জমি ফেরত পায় মা গঙ্গার কৃপায়। প্রায় দেড়শো জন কৃষক প্রায় তিনশো বিঘা জমিতে অন্যান্য চাষের সাথে আমরা কলা চাষ করি।চাষীদের সাথে আলোচনা না করে জেসিবি লাগিয়ে ফলন্ত কলা গাছ গুরিয়ে দিলো আমরা বাঁধা দিলে দিনের আলো তে কাজ বন্ধ করে দিয়ে রাতের অন্ধকারে কাজ শুরু করে দিয়ে ব্যানার টানিয়ে দেয়।একি কথা বলেন,মধুসূদন বিশ্বাস,আমি ট্র্যাক্টর চালায় জমিতে চোখের সামনে ফলন্ত গাছ নষ্ট করে দিলো। পার্ক করবে ঠিক আছে তবে এতো জমি কেন লাগবে। অমনি প্রশ্ন উঠে আসছে কৃষকদের মুখে।












Leave a Reply