
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের নয়াবসত রেঞ্জের খসলা ও শিশিরবাঁধ এলাকায় তান্ডব চালালো কুড়ি থেকে ২৫ টি হাতির একটি বড় দল,এই তান্ডবের ফলে ক্ষতিগ্রস্ত হলো প্রায় ১০ থেকে ১২ বিঘা জমির আলু,বৃহস্পতিবার সকাল নটা নাগাদ এমনটাই জানা গিয়েছে স্থানীয় ও বনদপ্তর সূত্রে,সূত্রে আরো জানা যায় এই দিন ভোর নাগাদ আড়াবাড়ি রেঞ্জের টুংনি এলাকায় যাওয়ার পথে এই তান্ডব চালায় বলে জানা গিয়েছে,ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে বনদপ্তর,পাশাপাশি ক্ষতিপূরণের আর্জি জানিয়েছে এলাকার ক্ষতিগ্রস্ত চাষিরা।












Leave a Reply