জেলা প্রশাসনের টার্গেট মুখ্যমন্ত্রী সভায় ২১৩০০ লোক ভরানো, এমনটাই অভিযোগ বিজেপির, অভিযোগ মানতে নারাজ তৃণমূল।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  আগামী ৪ই মার্চ পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়িতে জেলা পরিষদের পার্শ্ববর্তী মাঠে প্রশাসনিক বৈঠকে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তমলুকে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে পথশ্রী তিন প্রকল্পের প্রায় দেড় হাজার রাস্তার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী । বেশ কিছু স্বাস্থ্য কেন্দ্র উপ-স্বাস্থ্য কেন্দ্র ব্রিজ উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর,প্রায় ৮০ লক্ষ মানুষ উপকৃত হবেন বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্বরা।
বিজেপির অভিযোগ তৃণমূল প্রশাসনকে দলের কাজে ব্যবহার করছে,শহীদ মাতঙ্গিনী ব্লকের বিডিওর একটি গ্রুপ রয়েছে,সেখানে বলা হয়েছে এসএইজি গ্রুপের যে সংঘ রয়েছে সেই সংঘগুলোর সাথে যোগাযোগ করে প্রত্যেকটি অঞ্চল থেকে পাঁচটি করে বাসে মুখ্যমন্ত্রীর প্রোগ্রামে সাকসেস করতে নিয়ে যেতে হবে। ১০ টি ব্লক থেকে ৪২৬ টি বাসে ২১৩০০ লোককে নিয়ে যেতে হবে এমনটাই টার্গেট বেঁধে দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। অভিযোগের ভিত্তিতে জেলা পরিষদের সভাপতি উত্তম বারিক বলেন মুখ্যমন্ত্রী সভা হবে প্রশাসনিক ব্যবস্থাপনায়, প্রশাসনিক যারা যুক্ত রয়েছেন তারা আসবেন, তারা স্বাস্থ্যকর্ম হতে পারেন, আশা কর্মী হতে পারেন,  উৎসাহী কর্মী হতে পারেন।জেলা প্রশাসনের কোন লক্ষ্যমাত্রা নেই,৫০০০০ হতে পারে এক লাখ হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *