
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ভোটে বিজেপি দলের রাজ্য সম্পাদক দক্ষিণ দিনাজপুর জেলার বালুঘাট শহরে অভিনব প্রচার শুরু করল একটি পথ নাটিকা দিয়ে।পথ নাটকের দল্টি এসেছে সুদূর কলকাতা থেকে, সুত্রের খবর এদিন এইদল সকালে কালুরঘাট শহরে নামেন,আজ সারাদিন বালুরঘাট শহরে প্রচার করে রাত্রে চলে ট্রেনে কলকাতা ফিরে গিয়ে পুনরায় আরো তাদের দলের সদস্য নিয়ে এসে সুকান্ত মজুমদার এর হয়ে প্রচার চালাবেন বলে যানান।












Leave a Reply