
মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা,17 ই এপ্রিল : – কোচবিহার থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে কোতোয়ালি থানায় অভিযোগ জমা দিতে এসে গন্ডগোলে জড়িয়ে পড়লেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ও পুলিশ প্রশাসন।অভিযোগ না নেওয়ায় অবশেষে থানায় তালাচাবি লাগিয়ে বিক্ষোভে বসে পড়েন প্রার্থী খোদ নিজে।যদিও পরবর্তীকালে থানার আইসি উপস্থিত হয়ে এক প্রস্থ তর্কবিতর্কের পর অভিযোগ রিসিভ করলে থানার তালা চাবি খুলে অবরোধ তুলে নেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা।












Leave a Reply