
পাঁশকুড়া, নিজস্ব সংবাদদাতা :- পূর্ব মেদিনীপুর জেলা বনবিভাগের উদ্যোগে বিশ্ব বসুন্ধরা দিবস পালন হল পাঁশকুড়া ব্লকের রাতুলিয়াতে পন্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক আদর্শ শিক্ষা নিকেতনে।উপস্থিত জেলা বনবিভাগের আধিকারিক সত্যজিৎ রায়, পাঁশকুড়ার বিডিও আমিত মান্ডল, ভারত জাকাত মাঝি পরগনার নেতৃত্ব ধুমা কিস্কু, পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির নারী ও শিশু উন্নয়ন কর্মাধক্ষ মৌমিতা সরেন, স্কুলের একাধিক শিক্ষক শিক্ষিকা, পাঁশকুড়া GRPF, RPF ও
পাঁশকুড়া থানা পুলিশের প্রতিনিধিরা। পাশাপাশি উপস্থিত ছিলেন, ভারত জাকাত মাঝি পরগনার সদস্য সহ বন বিভাগের একাধিক আধিকারিক ও কর্মীরা। এদিন আগত আধিকারিকদের বরন করে নেওয়া হয়। বিশ্ব বসুন্ধরা দিবস উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষ হয় একটি সচেতনতা রেলির মধ্য দিয়ে। এদিন পূর্ব মেদিনীপুর জেলা বন বিভাগের আধিকারিক সত্যজিৎ রায় বলেন, আমাদের লক্ষ্য হবে প্রচুর পরিমাণে গাছ লাগানো এবং প্লাস্টিক বর্জন।












Leave a Reply