সাত সকালেই ভোট প্রচারে ঝড় তুললেন উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি।

নিজস্ব সংবাদদাতা, হবিবপুর —--সোমবার সাত সকালেই ভোট প্রচারে ঝড় তুললেন উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি।জোরকদমে ভোট প্রচার করলেন হবিবপুর বিধানসভার বূলবুলচণ্ডী সহ বিভিন্ন এলাকায়। প্রতিটি এলাকাতেই বিপুল শুভেচ্ছা, অভিনন্দন, সাড়া পেলেন ভোটারদের কাছে।হবিবপুর ব্লকে বুলবুলচন্ডী অঞ্চলের মধ্যম কেন্দুয়া ঘোষপাড়া কালী মন্দিরে পূজো দিয়ে ভোট প্রচা শুরু করলেন তৃনমুল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়।সোমবার সকালে ঘোষপাড়া ব্রিজ সংলগ্ন কালী মায়ের পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে শুরু হয় রোড শো। বুলবুলচন্ডী ঘোষপাড়া ব্রিজ থেকে পায়ে হেটে রোড শো শুরু হয়।এই রোড শো বুলবুলচন্ডী পেট্রোল পাম্প হয়ে সোনাডাঙ্গা,ডাহার নাঙ্গী অমরপুর,তাজপুরবাস স্ট্যান্ড,রাইসমিল হাটে গিয়ে এই রোড শো শেষ করা হবে বলে জানা গিয়েছে।উত্তরমালা কেন্দ্রে প্রার্থীকে কখনো দেখা গিয়েছে রাস্তায় পায়ে হেঁটে কখনো বা খোলা গাড়িতে ভোট প্রচার করতে দেখা গিয়েছে কখোন। বিভিন্ন রাস্তার মোড়ে সাধারণ মানুষ ফুলের মালা উলুধনি দিয়ে কখনো ফুল দিয়ে স্বাগতম জানাচ্ছেন।এদিন এই রোড শো তে উপস্তিত ছিলেন হবিবপুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কিষ্টু মুর্মু সহ হবিবপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের কর্মী সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *