দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- লোক সভা নির্বাচন এর টিএমসি প্রার্থী বিপ্লব মিত্র আজ নির্বাচন উপলক্ষে প্রচার সারলেন তপন চৌপথি তে।সংগে ছিলেন তৃনমুল এর নেতৃত্বরা বিপ্লব বাবু বক্তব্য রাখতে গিয়ে এই জেলার জন্য বিদেয়ী বিজেপি সাংসদ কিছু ই করেন নি। শুধু জেলায় এসে বড়বড় কথা বলেছেন।এবার সময় এসেছে এই জেলার উন্নয়ন এর জন্য ভোটে তৃনমূল প্রাথীকে ব কলমে তাকে জয় যুক্ত করার কথা বলেন।তিনি বলেন,দিদি তথা মমতা ব্যানার্জ্জী জেলার দুটি যায়গায় বলেছেন তৃনমুল এবার লোকসভা নির্বাচনে জয়ি হলে এই জেলার আরো বেশি বেশি উন্নয়ন করবেন।তাই আপনাদের কাছে প্রার্থ না নির্বাচনে আমাকে জয়ি করুন।
টিএমসি প্রার্থী বিপ্লব মিত্র আজ নির্বাচন উপলক্ষে প্রচার সারলেন তপন চৌপথি তে।












Leave a Reply