চলছে তীব্র তাপপ্রবাহ নাজেহাল গোটা নদীয়া বাসী, পথ চলতি মানুষের তৃষ্ণা মেটাতে অভিনব উদ্যোগ রানাঘাট পুলিশ জেলার ট্রাফিক পুলিশের।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে চারটি জেলায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে। যার মধ্যে রয়েছে নদীয়া জেলাও। সোমবার গোটা নদীয়া জেলায় তাপপ্রবাহ চলছে ৪০ ডিগ্রীর আশপাশে, আর তাতেই নাজেহাল গোটা নদিয়া বাঁশি। তীব্র রোদ্দুরের কারণে একদিকে যেমন রাস্তাঘাট শুনশান অন্যদিকে যানবাহনের চলাচল অনেকটাই কম। তবে বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ যাতে রাস্তায় না বেরোয় তার জন্য বিশেষ সতর্কতা জারি করছে রানাঘাট পুলিশজেলা। গত কয়েকদিন ধরে একই ভাবে তাপপ্রবাহ থাকার কারণে নদীয়া জেলার বিভিন্ন প্রান্তে রানাঘাট পুলিশ জেলার ট্রাফিকের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। পথ চলতি সাধারণ মানুষকে একদিকে যেমন সর্তকতা করা হচ্ছে অন্যদিকে তৃষ্ণা মেটাতে জল ছত্রর আয়োজন করেছে ট্রাফিক পুলিশ। সাধারণ মানুষকে ডেকে ডেকে খাওয়ানো হচ্ছে ঠান্ডা পানীয় জল, সাথে দেওয়া হচ্ছে তরমুজ, এছাড়াও গুড়ের বাতাসা ও এই তাপপ্রবাহর মধ্যে কিভাবে চলাচল করা উচিত সেই নিয়ে সতর্কতা করা হচ্ছে। সোমবার একই চিত্র ধরা পরল নদীয়ার শান্তিপুর থানা এলাকার ঘোড়ালিয়া বাইপাস মোড়ে। রানাঘাট পুলিশ জেলার ট্রাফিক পুলিশের উচ্চপদস্থ অধিকারীক অলক ভট্টাচার্যের নেতৃত্বে চলছে জলছত্র কর্মসূচি। একাধিক ট্রাফিক পুলিশের উপস্থিতিতে এই কর্মসূচি সকাল থেকেই চলে। তবে সাধারণ মানুষ জানাচ্ছেন পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। প্রয়োজন পড়লেই তবেই তারা রাস্তাঘাটে বেরোচ্ছেন, যেভাবে তাপপ্রবাহ বাড়ছে এখন বৃষ্টি হলেই স্বস্তি মিলবে না হলে এইভাবে চলতে থাকলেআরো অস্বস্তিতে থাকতে হবে বেশ। তবে আবহাওয়া দপ্তরের যে নির্দেশ ও যে সতর্কতা জারি করা হয়েছে তা নিয়ে ইতিমধ্যে চিন্তিত প্রশাসন। এখনো বেশ কয়েকদিন একই তাপগ্রহ চলবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *