
নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:–কথাতেই আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তার মধ্যে অন্যতম প্রধান এবং বাঙালির ঐতিহ্যবাহী উৎসব হল চড়ক। বুধবার চড়ক পুজো ও মেলার আয়োজন করা হয় ফালাকাটা ব্লকের জটেশ্বর গরুহাটি ময়দানে। এদিন চড়ক দেখতে ভিড় করেন বহু মানুষ।বুধবার সন্ধ্যা থেকে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর গরুহাটি ময়দানে অনুষ্ঠিত হয় চড়ক পুজো ও মেলা। এদিন সন্ধে থেকে এলাকার বসতে শুরু করেছিল মেলা। মুহূর্তের মধ্যেই ভিড় জমে যায়। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই ময়দানে আসেন। এই চড়কে বিভিন্ন ধরনের খেলা দেখানো হয়। স্থানীয়দের মতে জটেশ্বর এলাকার এই চড়ক পুজোর মেলা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যথেষ্টই উপভোগ করছে।












Leave a Reply